গাড়ী খুজতে হলে কিছু ধাপ অনুসরন করতে হবে। আগে এপ ডাউনলোড করুন।






এছাড়াও নির্দিষ্ট এলাকা সিলেক্ট করে গাড়ি ভাড়া নিতে পারবেন
(১) সি এন জি অটো, মোটর সাইকেল, ট্রলি, ইজি বাইক –
এগুলো খুজতে হলে আপনাকে প্রথমে, বিভাগ > জেলা > উপজেলা > ও গাড়ীর ধরন সিলেক্ট করে, গাড়ীখুজুন বক্সে ক্লিক করতে হবে। রেন্ট এ কার সার্ভিস এখন পকেটে।
২-৪ সেকেন্ড অপেক্ষা করলেই আপনার এলাকার গাড়ীগুলো দেখাবে। এখান থেকে আপনার গ্রামের আশেপাশের কাউকে ফোন দিয়ে ভাড়ায় নিয়ে যেতে পারবেন।
(২) মাইক্রোবাস, নোয়াহ, হাইয়েস, প্রাইভেট কার, পিকআপ ১ টন ও ১.৫ টন
এগুলো খুজতেও আগের মতই বিভাগ > জেলা > উপজেলা > ও গাড়ীর ধরন সিলেক্ট করে গাড়ী খুজুন বক্সে ক্লিক করতে হবে। অতঃপর ৩-৫ সেকেন্ড অপেক্ষা করলেই গাড়ীগুলো দেখাবে। এখানে অনেকগুলো রেন্ট এ কার সার্ভিসের লিস্ট পাবেন।
(৩) পিকআপ ৩ টন, মিনিবাস, কভার্ডভ্যান ছোট, এম্বুলেন্স –
এই ক্যাটাগরীর গাড়ী খুঁজতে হলে প্রথমে বিভাগ, তারপর জেলা সিলেক্ট করে গাড়ীর ধরন সিলেক্ট করবেন। এখানে উপজেলা সিলেক্ট করতে হবেনা। তারপর গাড়ী খুজুন বক্সে ক্লিক করলেই আপনার জেলার গাড়ীগুলো দেখাবে।
(৪) ট্রাক খোলা, ট্রাক ড্রাম, কভার্ডভ্যান বড়, এক্সেভেটর –
৩ নং এর মতই প্রথমে বিভাগ > জেলা > গাড়ীর ধরন সিলেক্ট করে গাড়ী খুজুন বক্সে ক্লিক করলেই আপনার কাঙ্খিত গাড়ীগুলো দেখাবে। এটা শুধু রেন্ট এ কার নয়, সব পাবেন এখনে।
এখান থেকে আপনি যাকে খুশি তাকে সরাসরী কল দিয়ে ভাড়ায় নিয়ে যেতে পারবেন। এতে আপনার লাভ হবে এটাই-
১. গাড়ী খুজার সময় বাঁচবে। ২. দালালদের হাত থেকে বাঁচবেন। ৩. সিন্ডিকেট মুক্ত পরিবহন ব্যাবস্থা চালু হবে। ৪. ভাড়া নিয়ে ঠকতে হবেনা।
আমরা আপনাদের সুবিধার জন্য সাইটটি তৈরী করেছি। অনলাইন রেন্ট এ কার সার্ভিসের জন্য। এর অপব্যাবহার না করে, জীবনের প্রয়োজনীয় মুহুর্তে একে ব্যাবহার করবেন। আশাকরি সকলেই এই সাইট থেকে উপকৃত হতে পারবেন।
লবেট,ডাম ট্রাক,বেকু লাগলে জানাবেন,01828545689
লবেট,ডাম ট্রাক,বেকু ভাড়া দেওয়া হবে।01828545689
যাত্রীর প্রোফাইল থাকলে ও এপ থেকেই দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করে দিলে আরও ভালো হতো। ধন্যবাদ
ভাড়া একে অপরের সাথে কথা বলে ঠিক করতে হবে। ন্যাশনওয়াইড সাইটে ভাড়া ফিক্সড করা সম্ভব নয়।
নড়াইল জেলায় ৬ চাকার ১০টি ডাম ট্রাক প্রয়োজন তবে ক্ষমা করবেন অগ্রীম দিতে পারবো না, কিন্তু প্রতিদিনের টাকা প্রতিদিনই পরিশোধ করবো।
যদি আপনি সম্মতি প্রদান করেন তাহলে দর দাম নিয়ে আলোচনা হতে পারে।
আপনার মন্তব্য আমাদের নিকট খুব গুরুত্বপূর্ণ। এখনও নড়াইলে ড্রাম ট্রাক যুক্ত হয়নি। ইনশাল্লাহ শীঘ্রই এসব ট্রান্সপোর্ট সার্ভিসের লিস্ট দেখতে পাবেন।
ধন্যবাদ
চাদপুর জেলা নাই কেন?
চলমান আছে