কারনিবো ডটকম নিয়ে এলো যাত্রী ও চালকের মধ্যে সেতুবন্ধন তৈরীনকরার একটি সহজ মাধ্যম। যাত্রী কোন গাড়ি ভাড়া নিতে চাইলে, কোথাও না গিয়ে কারনিবো ডটকম সার্চ করলেই পেয়ে যাবেন কাঙ্কিত গাড়ি।
গাড়ির লিস্ট দেখতে ক্লিক করুন।
রেন্ট এ কার সার্ভিস সেবা
আমরা অনলাইনের মাধ্যমে রেন্ট এ কার সার্ভিসকে এতটাই সহজ করার চেস্টা করেছি যে, একটা ক্লিকের মাধ্যমেই সরাসরী চালক বা মালিকের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি।

গাড়ি ভাড়ায় কোন কমিশন লাগেনা।
কারনিবো ডটকমে গাড়ি ভাড়া দিতে বা নিতে চাইলে, কোন কমিশন দিতে হয়না। অনেকেই ট্রিপ প্রতি কমিশন দিতে গিয়ে, যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নিতে হয়। এখানে তা হবেনা। যে ন্যায্য ভাড়ায় যাত্রী নিতে পারবেন, সে ই গাড়ি ভাড়া দিতে পারবেন।

২৪ ঘন্টা জরুরী এম্বুলেন্স সার্ভিস
রোগী বহন বা লাশ বহন করতে, ২৪ ঘন্টা এম্বুলেন্স পাওয়া যাবে। অবশ্য যদি আপনার এলাকার এম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্টান বা চালক মালিকগন কারনিবো ডটকমে লিস্টেড হয়ে থাকেন। তবেই এই লিস্টে দেখাবে। অন্যথায় পেজটা খালি থাকবে।

চালক বা মালিকগন এখানে লিস্ট করবেন কিভাবে।
কারনিবো ডটকম গুগলে সার্চ করে গাড়ি নিবন্ধন এর অপশন সিলেক্ট করতে হবে। তারপর ফরম পুরন করে আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করতে হবে। কারনিবো ডটকম এর মাধ্যমে অনলাইনে গাড়ি ভাড়া দিতে পারবেন।
ধন্যবাদ
Very good car rental service in bangladesh