যাত্রী নীতিমালা
Carnibo ওয়েবসাইট মুলত যাত্রী এবং চালকের মধ্যে সেতুবন্ধন তৈরীর একটা মাধ্যম।
আশাকরি সবাই এই ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হবেন।
তবে,সকলেই কিছু নীতিমালা অনুসরণ করতে হবে।
নিচে নীতিমালা দেওয়া হল।
১. বিনা প্রয়োজনে কোন চালককে ফোন দিবেননা।
২. ফোন দিয়ে যদি জানতে পারেন, তিনি ড্রাইভিংয়ে আছেন, তাহলে কল কেটে দিবেন।
৩. আপনার প্রয়োজনে যখন চালককে কল দিবেন, তখন আপনার ঠিকানা খুব সুন্দরভাবে চালককে জানাবেন। এবং পরিচিত কোন স্থাপনা বা রোড অথবা ব্যাক্তি থাকলে তার চৌহদ্দি জানিয়ে দিবেন। চালক যেনো সহজেই আপনার ঠিকানা জানতে পারে।
৪. ড্রাইভার আপনাকে যে সেবা প্রদান করল, তার ভাল মন্দ মন্তব্যের জন্য রিভিউ করতে পারেন যেনো পরবর্তীতে কোন ব্যবহারকারি এই চালক সম্পর্কে জানতে পারেন।
৫. চালকের সাথে চুক্তি কনফার্ম হলে, ঐ চালকের প্রোফাইল স্ক্রীনশট নিয়ে রাখতে পারেন যেনো পরবর্তীতে খুব সহজে খুজে পান।
৬. কোন ড্রাইভারের সঙ্গে অসাদাচারন করবেননা।
৭. ভাড়া নির্ধারণ করতে চালকের সাথে আলোচনা করবেন ভাড়া সংক্রান্ত কোন বিষয়ে ”Carnibo ডটকম” কোনভাবেই দায়ী থাকবেনা।
একজন যাত্রী/ব্যবহারকারী হিসাবে উপরের উল্লেখিত শর্ত মেনে আপনাকে আমাদের সাইট ব্যবহার করতে হবে।
৮. কোনপ্রকার দুর্ঘটনার শিকার হইলে Carnibo ডটকম কোনভাবেই দায়ী থাকবেনা।
আমাদের সেবা নিয়ে আপনার পরামর্শ ও মতামত দিতে যোগাযোগ করুন।