• মেইলঃ support@carnibo.com
  • ঢাকা, বাংলাদেশ

চালক নীতিমালা

কারনিবো ডটকম ওয়েবসাইট মুলত যাত্রী এবং চালকের মধ্যে  সেতুবন্ধন তৈরীর একটা মাধ্যম।
আশাকরি সবাই এই ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হবেন।
তবে,সকলেই কিছু নীতিমালা অনুসরণ করতে হবে।

নিচে নীতিমালাগুলো দেওয়া হল।

১. প্রতি বছরে আপনার প্রোফাইল রিনিউ করতে হবে, নির্দিস্ট মেয়াদ শেষে আপনার প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।
২. আপনাদের কাছ থেকে যে ফিস আমরা চার্জ করি,  তা আপনাদের প্রচারের উদ্দেশ্যে স্টিকার, লিফলেট, ব্যানার ও মাঠকর্মীর পেছনেই ব্যায় করি।
৩. আপনার নাম ও ঠিকানা ভূল প্রমানিত হলে, আপনার প্রোফাইলটি আমরা বন্ধ করে রাখবো।
৪. আপনার প্রোফাইল লিস্ট সেবার উপর ভিত্তি করে, উপরে বা নিচে স্বয়ংক্রিয়ভাবে উঠা নামা করবে। তাই সর্বোচ্চ সেবা ও নুন্যতম ভাড়া চাওয়ার চেস্টা করবেন।
৫. কোন যাত্রী যদি অহেতুক কল করে আপনাকে বিরক্ত করে, তাহলে সাথে সাথে আমাদেরকে জানাবেন। সেই সাথে ঐ নাম্বারের বিরুদ্ধে থানায় একটি সাধারন ডায়রী করবেন।
৬. স্থানীয়দের সহায়তায় কিছু তথ্য নেয়ার চেস্টা করবেন।

৭. আপনার সেবার মান যদি এতটাই খারাপ হয়, যে আমাদের ওয়েবসাইটের দূর্নাম হবে বা হতে পারে, এমন কিছু আমরা জানতে পারলে, বিনা নোটিশে আপনাকে নিষিদ্ধ করে, এবং প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আয়োজন করব।

৮. যাত্রীর সাথে কোনরকম লেনদেন বা টাকা পয়সা সংক্রান্ত ব্যপারে কারনিবো ডটকম কোনভাবেই দায়ী থাকবেনা।

৯. ভাড়া নির্ধারণ করতে যাত্রীর সাথে আলোচনা করবেন ভাড়া সংক্রান্ত কোন বিষয়ে ”কারনিবো ডটকম” কোনভাবেই দায়ী থাকবেনা।

১০. প্রত্যেক চালকের অবশ্যই গাড়ীর বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

১১. কোনপ্রকার দুর্ঘটনা/প্রতারণার শিকার হইলে Carnibo ডটকম কোনভাবেই দায়ী থাকবেনা।

উপরের উল্লেখিত শর্ত মেনে আমাদের ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

আপনার কাছ থেকে ভাল সেবা পেলে, যাত্রীগন ভাল রিভিউ করবে। সেবা ভাল না পেলে খারাপ মন্তব্য করবে, এটাই স্বাভাবিক।  তাই চেষ্টা করবেন ভালো সেবা দেওয়ার।

আপনার পরামর্শ এবং মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই কোন পরামর্শ বা মতামত জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন।

carnibo_banner