কার রেন্টাল সার্ভিস এর জন এতো সহজ সাইট আর পাবেননা। লিস্টে ঢুকবেন আর নিজের এলাকার চালক অথবা মালিককে কল করবেন। সহজে গাড়ি ভাড়া নিতে পারবেন।

Rent a car service
লিস্ট দেখতে ছবিতে ক্লিক করুন

গাড়ি ভাড়া নেয়ার প্রসেসিং

গাড়ি ভাড়া নিতে হলে আপনাকে Carnibo সাইটে প্রবেশ করতে হবে। অতপর, গাড়ির লিস্টে গিয়ে প্রত্যেক চালক অথবা মালিকের জন্য আলাদা করে প্রোফাইল তৈরী করা আছে, তাদেরকে ফোন করতে হবে। আপনার পরিচয় জানিয়ে দিবেন। গাড়ি লোকেশন অনু্যায়ী পৌছে যাবে। এর জন্য যদি প্রয়োজন হয়, আপনার ছবি গাড়ির প্রোফাইল ওনারকে ইমু অথবা ওয়াটস এপে দিয়ে দিতে পারেন। এতে সঠিকভাবে আপনার লোকেশনে পৌছতে সহায়তা করবে।

Rent a car Service
Rent for microbus

গাড়ি ভাড়া করতে কি অগ্রিম দিতে হয়?

গাড়ি ভাড়া নেয়ার পদ্ধতি যেহেতু অনলাইন ভিত্তিক। তাই, কিছু অগ্রিম করে নিলে – গাড়ির কতৃপক্ষ নিশ্চিত হতে পারবে। তবে অগ্রিম প্রদান করার পর যদি গাড়ির চালক আপনার লোকেশনে না পৌছায়, সাথে সাথে Carnibo কতৃপক্ষকে জানিয়ে, ঐ চালকের প্রোফাইলে কমেন্ট করে দিবেন। এতে অন্যরা প্রতারিত হবেনা। এবং ঐ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে।

কার রেন্টাল সার্ভিসে যুক্ত হওয়ার নিয়ম-

কার রেন্টাল সার্ভিস ফোরামে বাংলাদেশের যেকোন স্থান থেকে যেকোন গাড়ির চালক বা মালিকগন যুক্ত হতে পারবেন। এই সার্ভিসে যুক্ত হলে ট্রিপ প্রতি কোন কমিশন দিতে হয়না। শুধু লিস্টিং করতে সামান্য খরচ দিলেই ১ বছরের জন্য আপনাকে Carnibo লিস্টিং সাইটে আপনাকে যুক্ত করা হবে।

আর কখনও কেউ কোন কমিশনের জন্য ফোন দিলে বুজবেন, এটা কারনিবো কতৃপক্ষের ফোন নয়। কারনিবো কারো কাছ থেকে কোন কমিশন নেয়না। তবে ১ বছর পর পর রিনিউ করতে হবে। যদি কখনও কোন সমস্যা দেখা দেয়, তাহলে কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এর জন্য পেজের নিচে যোগাযোগের বাটন আছে। আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ আছে। গাড়ির লিস্ট দেখতে ছবিতে ক্লিক করুন।