• মেইলঃ support@carnibo.com
  • ঢাকা, বাংলাদেশ

সতর্কীকরণ পরামর্শ

”Carnibo ডটকম”  একটি ওয়েবসাইট ভিত্তিক rent a car সার্ভিস। যা সমগ্র বাংলাদেশের গাড়ির একটা লিস্ট এবং সঠিক এরিয়া, ও চালকের ফোন নাম্বার দেয়া থাকে।

এখান থেকে যাত্রীগন,গাড়ি খোজাখুজির ঝামেলা ছাড়াই, গাড়ির লিস্ট ও ছবি দেখে চালককে ফোন করে নির্দিষ্ট গন্তব্যে যেন যেতে পারেন, তার চেষ্টা করা হয়েছে। যা rent a car এর লিস্ট হিসাবে পরিচিত।

এ ক্ষেত্রে চালক এবং যাত্রীর মধ্যে যোগাযোগ ব্যাতিত অন্য কোন কিছুর দায় দায়ীত্ব আমরা গ্রহন করিনা।

চালক এবং যাত্রী নিজ নিজ দায়ীত্বে একে অপরের সাথে লেনদেন বা যাবতীয় কিছু সতর্কতার সাথে করবেন।

তবুও কিছু আরও সতর্ক থাকার আহবান জানিয়েছি, যা আপনার সাধারন জীবনেও কাজে আসবে। তাহলে কেউ ই অনলাইনে rent a car থেকে গাড়ি নিয়ে প্রতারিত হবেননা।

★ কোন যাত্রী যদি চালককে ভাড়ার জন্য ফোন দেন, তাহলে যাত্রীর এলাকা,  পরিচিত কয়েকজনের নাম, ও পরিচিতি ভালভাবে জেনে নিবেন।

★ কোন চালককে যদি একেবারেই অপরিচিত কেউ ফোন দেয়, অথবা কারো প্রতি সন্দেহ জেগে উঠে,  তাহলে ঐ ট্রিপ নেয়া থেকে বিরত থাকবেন।

যদিই নেয়ার প্রয়োজন হয়। তাহলে ১-২ মিনিট ভিডিও কলে কথা বলুন। অতপরঃ একটা স্ক্রীনশট নিয়ে, আপনার ফ্যমিলির কারো মেসেঞ্জারে ছবি ও মোবাইল নং পাঠিয়ে দিন। মোবাইল নং ও ছবি থাকলে, কোন ক্রিমিনালকে সহজেই আইনের আওতায় আনা যায়।

★ কোন চালক তার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় ভাড়ায় গিয়ে, বিপাকে পড়ে গেলে, সাথে সাথে Carnibo এপ/সাইট ওপেন করে, ঐ এলাকা সিলেক্ট করে (গাড়ীর ধরন ব্যাতিত) গাড়ীখুজুন বক্সে টাচ করলে,  যতগুলো আইডি আসবে। যথাসম্ভব সবাইকে কল দিয়ে হেল্প চাইবেন।

★ দূরে বা একেবারেই অপরিচিত ট্রিপ, এর জন্য সন্দিহান কেউ অনুরোধ করলে, সুপারিশ/গ্যারান্টার ছাড়া রাইড দিতে হলে দেশে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বের হবেন।

আপনার অসাবানতার কোন দায়ভার, ”কারনিবো ডটকম” বহন করবেনা। কারন, এটা একটা rent a car service এর লিস্ট মাত্র। আমাদের নিজস্ব বা কমিশনভিত্তিক প্রতিষ্টান নয়।

সাবধানে চলবেন, সতর্কতার সাথে চলবেন। নিজ দায়ীত্বে সার্ভিস দিবেন বা নিবেন।

carnibo_banner