কোথাও যাতায়াতের জন্য অবশ্যই গাড়ি ভাড়া নেয়ার প্রয়োজন হয়। আর এর জন্য রেন্ট এ কার পয়েন্টে আমাদের যেতে হয়। এখানে সময় ও দূরুত্বের বিষয়টা খুব গুরুত্বপুর্ণ। এসব মাথায় রেখে Carnibo Rent A Car Service একটি অনলাইন ফোরাম নিয়ে কাজ করছে। যার উদ্দেশ্য হলো- আপনাকে আপনার সময় নস্ট না করে, আপনার চাহিদা অনুযায়ী যেকোন গাড়ির সন্ধান দেয়া। বিশেষ করে – পর্যটকদের জন্য সুবিদাজনক ভ্রমন। এবং গাড়ির মালিক বা চালকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া কোন তৃতীয় পক্ষ ছাড়াই।
কার রেন্টাল সার্ভিস – কারনিবো
Carnibo Rent A Car Service এর লিস্টে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা পর্যায়ে প্রাইভেটকার, নোয়াহ, হাইয়েস সহ অনকে গাড়ি যুক্ত করার সিস্টেম রাখা হয়েছে। যারা কার রেন্টাল সার্ভিস দিয়ে থাকেন, অর্থাৎ এসব গাড়ির মালিক ও চালকগন নিজ নিজ নামে প্রোফাইল তৈরী করতে পারবেন। এতে যাত্রীদের সাথে তাদের সরাসরী যোগাযোগের ব্যাবস্থা হবে। কোন থার্ড পার্টি ব্যাতিত সরাসরী যাত্রী ও চালকের মধ্যে রেন্টাল ডিল হবে। কাজেই যাত্রীদের অতিরিক্ত ভাড়া দেয়ার প্রয়োজন হবেনা। চলক বা মালিকগনও কাউকে কমিশন দেয়ার প্রয়োজন না হওয়ায়, তুলনামুলক কম ভাড়ায় যাত্রী নিতে পারবেন।
ট্রান্সপোর্ট সার্ভিস – পিকআপ
বাসাবদল কিংবা অফিসবদল করার জন্য অনেকেরই পিকআপ ভাড়া নিতে হয়। এজন্য পরিচিতজনদের সহযোগীতা ছাড়া বিপাকে পড়তে হয়। না হয় পিকআপ পাওয়া মুশকিল হয়ে দাড়ায়। আমরা তা বাস্তবে দেখেছি, এবং এরই প্রেক্ষিতে এমন উদ্যোগ গ্রহন করেছি। Carnibo Rent A Car Service এ যেসমস্থ এলাকায় পিকআপ ট্রান্সপোর্ট রেজিস্টেশন হয়েছে, তা আপনারা লিস্টে গেলেই দেখতে পাবেন। তবে যেসমস্থ এলাকায় নিবন্ধিত হয়নি, সেখানে আপনারা অন্য ব্যাবস্থা নিতে হবে। এর জন্য সত্যিই আমরা দূঃখিত
এম্বুলেন্স সার্ভিস – কারনিবো ডটকম
রোগী নিয়ে বিরম্বনায় পড়েন নাই, এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কারন, অনেকসময় এম্বুলেন্স কতটা জরুরী হয়, তা তো রুগীর স্বজনরাই জানেন। তাই আমরা আমাদের কারনিবো রেন্ট এ কার সার্ভিসে এম্বুলেন্স সার্ভিসটাও যুক্ত রেখেছি। তবে আপনার এলাকার এম্বুলেন্স চালক বা মালিকগন আমাদের সাইটে নিবন্ধন করতে হবে।
সবশেষে আপনাদের উদ্দেশ্যে আরেকটি সুখবর দিয়ে রেন্ট এ কার অনলাইন ফোরাম এর বৈশিস্ট শেষ করতে চাই।
অনেকে আছেন যারা, কম ভাড়ায় ভ্রমন করতে চান। তাদের জন্য এটা কাজে আসতে পারে। এখানেই রিটার্ণ ট্রিপ নামে একটা ফোরাম পাবেন। এখানে দিন তারিখ উল্যেখ করে, কোথায় যাবেন তার বর্ননা দিয়ে পোস্ট করতে পারেন। কেউ কম ভাড়ায় নিতে চাইলে আপনাকে নক করবে। অথবা আপনি খুঁজে দেখবেন- কেউ খালি যাবে অথবা রিটার্ণ যাবে এমন পোস্ট করেছে কিনা। তাকে আপনি নক করবেন। তবে এসব ট্রিপে একটু রিস্ক থাকে। সতর্কতা অবলম্বন করে যাতায়াত করবেন।