জরুরী এম্বুলেন্স সার্ভিস নিতে নিচের লিংকে ক্লিক করুন। এতে সমগ্র বাংলাদেশের এম্বুলেন্স সেবাদানকারীদের ফোন নাম্বার দেয়া আছে।
এম্বুলেন্স লিস্ট পেতে ক্লিক করুন
কিভাবে এম্বুলেন্স সেবা নিবেন
লিংকে ক্লিক করলে যে লিস্ট ওপেন হবে, এখান থেকে আপনার এলাকার এম্বুলেন্স খুজে নিন। তারপর কল বাটনে ক্লিক করলে আপনার ডিভাইসের ডায়ালারে নাম্বার পৌছে যাবে। স্বাভাবিকভাবে যেভাবে কল দেন, সেভাবেই কল দিয়ে এম্বুলেন্স সেবা নিতে পারবেন।
এম্বুলেন্স লিস্ট এ যুক্ত হবেন কিভাবে
আপনি বা আপনার পাশের কেউ এম্বুলেন্স এর চালক বা মালিক হলে, আমাদের সাইটে লিস্ট হোল্ডার হওয়ার আহ্বান রইল। এর জন্য নিজদের গাড়ির ছবি, আইডি কার্ড এর সামনের কপির ফটো, ও বিস্তারিত জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।
নিজ এলাকার এম্বুলেন্স না পেলে
এবার কি করবেন? প্রশ্ন আসতে পারে। এর একটা ছোট সমাধান হলো- আপনি রোগী নিয়ে কোথায় যাবেন? তা আপনিই জানেন। যদি ঢাকায় আসতে চান, তাহলে এর সমাধান আছে। ঢাকায় লিস্ট করা, যেকোন এম্বুলেন্স চালককে ফোন করে, লোকেশন বলুন। কিছু এডভান্স করে দিন। ভাড়া আপনার এখান থেকে নিলে যা হতো, ঠিক এর বেশী হওয়ার কথা নয়।
রেন্ট এ কার সার্ভিস নিতেও কারনিবো ডটকম সেরা
শুধু এম্বুলেন্স সার্ভিস নয়, রেন্ট এ কার সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস, বাসা বদল ও অফিস বদল এর জন্য সেরা সার্ভিস কারনিবো ডটকম। এই সার্ভিস নিতে নিচের লিংকে ক্লিক করতে হবে। এখানে ২৫০+ বিভিন্ন গাড়ির ডিরেক্টরী রয়েছে। আধুনিকতার যুগে দৌড়ঝাপের কোন দরকার নেই। একটু স্মার্ট হলেই হাতের কাছে সবকিছু।
গাড়ির লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
